[ রিপোর্ট:- রকিবুল ইসলাম ম্যাক কুমিল্লা]
কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে মাদারীপুর জেলা আওয়ামীলীগ সভাপতি এম এম শাহবুদ্দিন মোল্লাকে আটক করেছে বিজিবি ১০। সোমবার দুপুরে কুমিল্লা বিবিরবাজার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আটককৃত ব্যক্তি এম এম শাহবুদ্দিন মোল্লা (৬৫) মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিজিবি ১০ এর সিইও লেঃ কর্নেল মোঃ ইফতেখার
হোসেন।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার সকালে কুমিল্লা বিবিরবাজার সীমান্তবর্তী এলাকা একজন সীমান্ত পাড় হওয়ার জন্য ঘোরাফেরা করছিল। এমন সময় তার চলাফেরা সন্দেহজনক হওয়ায় বিজিবি তাকে আটক করে। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত এম এম শাহবুদ্দিন মোল্লা মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি। বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য সে কুমিল্লায় এসেছে বলে জানা যায়।
কুমিল্লা বিজিবি ১০ এর সিইও লেঃ কর্নেল মোঃ ইফতেখার হোসেন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় তাকে বিজিবি আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার পরিচয় জানা যায়। তাকে আইনি প্রক্রিয়ার জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।