[ম্যাক নিউজ রিপোর্ট :- নিজস্ব প্রতিবেদক ]
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায় পুজারীবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে বিএনপির নেতৃবৃন্দরা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ঈশ্বরপাঠশালা স্কুলের মহেশাঙ্গান নাট মন্দিরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির ত্রান ও পূর্নবাসন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াসিন।
বৃহত্তর কুমিল্লার,বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের, সাবেক ট্রাস্টি শ্যামল কৃষ্ণ সাহার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু,সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ অনেকে।
এসময় বক্তারা বলেন,যারা পুজা মন্ডপে কোরআন রেখে ২০২১ সালে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবী জানান তারা।
উক্ত মতবিনিময় সভায় বিভিন্ন মন্দিরের পুজারীবৃন্দ,পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।