[রিপোর্ট:- রকিুবল ইসলাম ম্যাক]
গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে ৪/৫ আগস্ট ২০২৪ তারিখে কুমিল্লা জেলায় নিরীহ ছাত্র জনতার উপর আক্রমনকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ৭ অক্টোবর ২০২৪ তারিখ আনুমানিক ০১৩০ ঘটিকায় মাদক ব্যবসায়ীর অবস্থান সম্পর্কে প্রাপ্ত গোপন
সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণ পাড়া উপজেলার শশীদল নামক এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ হানিফ মিয়া, (৫০) পিতাঃ মৃত আবুল খালেক নামক ১ জন ব্যক্তিকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৭৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১,৮৩,৪৪০.০০ টাকা, ১ টি অ্যান্ড্রয়েড ফোন, ১ টি পাসপোর্ট উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য যে, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।