[ রিপোর্ট:- রকিবুল ইসলাম ম্যাক ]
কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরিক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এই বছর কুমিল্লায় শিক্ষাবোর্ডের অধীনে মোট ১ লাখ ১২ হাজার ৩১২ জন পরিক্ষা দিয়ে পাশ করেছে ৭৯ হাজার ৯০৫ জন। পাশের হার ৭১.১৫%। মোট জিপিএ পেয়েছেন ৭ হাজার ৯২২ জন। এদের মধ্যে ২ হাজার ৯৬৮ জন ছেলে এবং ৪ হাজার ৯৫৪ জন মেয়ে শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় শিক্ষাবোর্ড কনফারেন্স হলে
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো: নিজামুল করিম ২০২৪ সালের এইচএসসির ফলাফল প্রকাশ করেন।
এই বছর কুমিল্লা জেলায় ১৬৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩৯ হাজার ৩২১ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করে ৩০ হাজার ১০ জন পাশ করেছে। কুমিল্লা জেলায় পাশের হার ৭৬.৩২ শতাংশ। জিপিএ পেয়েছেন ৪ হাজার ১৮৫ জন। নোয়াখালী জেলায় ৫৬ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৯ হাজার ৮৭১ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করে ১৩ হাজার ২৩৫ জন পাশ করেছে। এই জেলায় ৬৬.৬০ শতাংশ পাশের হার এবং জিপিএ পেয়েছেন ৮০০ জন। ফেনী জেলায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে দশ হাজার ৯৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৭৪১ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। এবছর ফেনী জেলায় পাশের হার ৬১.৬৫ শতাংশ। জিপিএ পেয়েছেন ৫৩৯ জন।
লক্ষ্মীপুর জেলায় মোট ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১১ হাজার ৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এদের মধ্যে পাস করেছে ৭ হাজার ২ জন। এ জেলায় পাশের হার ৬৩.৩৫ শতাংশ জিপিএ ৫ পেয়েছে ৪৮২ জন। চাঁদপুর জেলার ৬৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৫৯০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১১ হাজার ৪৪৮ জন। পাশের হার ৭১.৩২ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছেন ৯৮৫ জন। ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৫২২৩ জন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করে পাস করেছে ১১ হাজার ৪৬৯ জন। এই জেলায় পাশের হার ৭৫.৩৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ৯৩১ জন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান
প্রফেসর ড. মো: নিজামুল করিম বলেন কুমিল্লা শিক্ষাবোর্ডে অধীনে ৪টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীরা পাশ করেনি। এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে বসে মতবিনিময় মাধ্যমে তাদের দূর্বলতা খুঁজে বের পরামর্শ বা নির্দেশনা দেয়া হবে।