[ রিপোর্টে:- রকিবুল ইসলাম ম্যাক]
দীর্ঘ একমাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা কুমিল্লার ছেলে তামজিদ অবশেষে মরণব্যাধির কাছে হার মেনে চলে গেলেন না ফেরার দেশে।শনিবার (১৯ই অক্টোবর) দুপুরে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়। তামজিদের মৃত্যুর খবরে স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। পরিবার ও স্বজনদের আর্তনাদের ভারি হয়ে পুরো বাড়ির পরিবেশ। ছেলেকে হারিয়ে মায়ের আর্তনাদ কোনোভাবেই থামছে না।
তামজিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই তাসনিম পাটোয়ারী।
তামজিদ পাটোয়ারী কুমিল্লা নগরীর কান্দিরপাড় জিলা স্কুল রোড এলাকার মৃত আব্দুল মান্নান পাটোয়ারী ছেলে। সে পড়াশুনোর পাশাপাশি ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতেন।
পরিবার সূত্রে জানা যায়। তামজিদ একমাস আগে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারিরীক অবস্থা আরো অবনতি হয়। অবশেষে শনিবার দুপুরে সে মারা যায়।