[ রিপোর্ট:- রকিবুল ইসলাম ম্যাক ]

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লা পুলিশ লাইন্সে ছাত্রদের উপর হামলার ঘটনায় আওয়ামীলীগ নেতা হাসমত উল্লাহ হাসুকে গ্রেফতার করছে যৌথবাহিনী। রবিবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর বাগিচাগাও ফায়ারসার্ভিসের নিকটবর্তী এলাকা থেকে যৌথবাহিনী তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী হাসমত উল্লাহ হাসু কুমিল্লা সদর দক্ষিন উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি। 

তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, কুমিল্লা পুলিশ লাইন্সে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় কোন মামলা নেই। কিন্তু সদর দক্ষিণ থানায় মামলা রয়েছে। 

উল্লেখ্য, গত ০৩ আগস্ট দুপুরে কুমিল্লা নগরীর পুলিশ লাইন্স ও রেসকোর্স এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ, যুব, স্বেচ্ছাসেবক ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা করে। হামলার ঘটনায় সাতজন গুলিবিদ্ধ হন। এছাড়া হামলায় আহত হয় অন্তত ৩০ জন। হামলার সময় তৎকালীন সরকার দলীয় নেতা-কর্মীদের ব্যবহার করা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া নিরীহ ছাত্রীদের এলোপাতাড়ি পেটানোর ভিডিও ভাইরাল হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।

এদিকে সদর দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অংশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দুটি মামলার আসামি আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহ হাসু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *