[ম্যাক নিউজ রিপোর্ট:- কুমিল্লা প্রতিনিধি]

আগামীর পথ চলায় দৈনিক আজকের জীবন সৎ, সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, স্বাধীনতার পক্ষে দেশের কথা, দেশের মানুষের কথা বলবে- এ আশাবাদ ব্যক্ত করে পত্রিকাটির ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনকালে কুমিল্লার অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সত্য প্রকাশে আপোষহীন- এ শ্লোগানকে ধারণ করে দৈনিক আজকের জীবন পত্রিকাটি নিরপেক্ষ খবর পরিবেশনের মাধ্যমে দেশের সচেতন মহলের কাছে একটি গ্রহণযোগ্য সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। গত ২৫ বছরে এটি দেশের অবহেলিত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বরে পরিণত হয়েছে।

বিভিন্ন সেক্টরের অনিয়মকে নির্ভীক চিত্র তুলে

ধরার পাশাপাশি দেশের সার্বিক এগিয়ে যাওয়ার চিত্রও ব্যাপকভাবে ফুটিয়ে তুলছে দৈনিক আজকের জীবন। পত্রিকাটির সম্পাদক সফিকুর রহমান পত্রিকাটির ২৫বছর পার করে ২৬ বছরে পদার্পণের মাইলফলকে আসতে অনেক সুদূর পথ অতিক্রম করেছেন।
শুক্রবার (১ নভেম্বর) সকাল দশটায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক আজকের জীবন পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল ।কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আজকের জীবন পত্রিকার জেলা প্রতিনিধি নেকবর হোসেন।

অনুষ্ঠানে দৈনিক আজকের জীবন পত্রিকার সফলতা ও শুভ কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম,দৈনিক জনকণ্ঠ কুমিল্লা প্রতিনিধি মীর শাহ আলম,দৈনিক ইনকিলাব পত্রিকার ষ্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক সাদিক মামুন,সিটিভি নিউজ টুয়েন্টিফোর এর সম্পাদক ওমর ফারুকী তাপস,দৈনিক কালবেলা কুমিল্লা বুড়ো প্রধান দিলীপ মজুমদার, দৈনিক শিরোনাম নিজস্ব প্রতিবেদক মোতাহের হোসেন মাহবুব, দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন কনক, কুমিল্লা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক বাহার রায়হান, কালের কণ্ঠ জেলা প্রতিনিধি আবদুর রহমান,কুমিল্লা শহর সাবেক ছাত্র দল সভাপতি সাজ্জাদুল কবির। অনুষ্ঠান উপস্থাপনা করেন দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার সম্পাদক ইমজিয়াজ আহমেদ জিতু।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আবদুল আউয়াল সরকার। আলোচনা শেষে অতিথি ও আমন্ত্রিত সাংবাদিকরা মিলে দৈনিক আজকের জীবন পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে শুভকামনা জানায়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আজকের পত্রিকার কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসেন আকাইদ, কুমিল্লা নিউজের সম্পাদক জহিরুল হক বাবু, আনন্দ টিভির কুমিল্লা প্রতিনিধি আহসান হাবীব পাখি, জাগরণ টিভির কুমিল্লা প্রতিনিধি আশিকুর রহমান আশিক ,দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি সুমন কবীর ভূইয়া, জাগো নিউজের কুমিল্লা প্রতিনিধি জাহিদ হাসান, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহফুজ হোসেন সৌরভ, ফটোসাংবাদিক এন কে রিপন, সাপ্তাহিক সমতট পত্রিকার সম্পাদক দামাল উদ্দিন, রুপসি বাংলার স্টাফ রিপোর্টার মো ফারুক আজম, দৈনিক পূর্বাশা পত্রিকার সিনিয়র রিপোর্টার মো.হাবিবুর রহমান মুন্না,
আজকের বিজনেস বাংলাদেশ প্রত্রিকার কুমিল্লা মহানগর প্রতিনিধি আয়েশা আক্তার, একাত্তরের চেতনা সম্পাদক ,মাইনুল হক স্বপন,আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার সোহিবুল ইসলাম সোহাগ, ফটো সাংবাদিক সাইফুল ইসলাম সুমন, যুগান্তর পত্রিকার বুড়িচং প্রতিনিধি মোহাম্মদ ইকবাল হোসেন, পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জুয়েল রানা, কুমিল্লা নিউ মার্কেট ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়া, ফটোসাংবাদিক মোঃ শাফি,কুমিল্লা টুয়েন্টি ফোর এর স্টাফ রিপোর্টার বিপ্লব, দৈনিক পূর্বাশা স্টাফ রিপোর্টার বি এম মন্টি,সামাজিক সংগঠন নবাব ফয়জুন্নেছা,কুমিল্লার প্রবীন কন্ঠ শিল্পী মো আলমগীর, বাংলাদেশ সমাচার পত্রিকার ব্যুরো চীফ এন.সি জুয়েল, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, সাংবাদিক শাহিন আলম, ফটোসাংবাদিক মোতালেব হোসেন, সাংবাদিক আবদুর রহমান সাইদ, দৈনিক আজকের জীবন পত্রিকার মহানগর প্রতিনিধি মজিবুর রহমান ও সমাজ সেবক আনোয়ার হোসেন, সাংবাদিক মো শাহিন,সোনালী সকালের স্টাফ রিপোর্টার মো রাফি, সাংবাদিক ইয়াছিনসহ আগত অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *