[ ম্যাক নিউজ রিপোর্ট:- রকিবুল ইসলাম ম্যাক]
কুমিল্লা বুড়িচংয়ে দুর্বৃত্তদের হামলায় আব্দুর সাত্তার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার বাকশিমুল ইউনিয়নের পীতাম্বর এলাকার রেল লাইনের পাশে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুস সাত্তার কুমিল্লা আদর্শ সদর উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা।
নিহতের ছেলে খোরশেদ আলম জানান, তার বাবা আব্দুস সাত্তার পীতাম্বর এলাকায় মুদি ব্যবসায়ী ছিলেন। প্রতিদিনের মত শনিবার রাত সাড়ে ১১ টার দিকে দোকান বন্ধ করে রেললাইন দিয়ে নিজবাড়ী রসুলপুরে যাচ্ছিলেন।
এ সময় পীতাম্বর রেল ব্রিজ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার বাবার উপর অতর্কিত হামলা চালিয়ে তার কাছে থাকা নগদ টাকা মোবাইল মানিব্যাগ ছিনিয়ে তাকে মুমূর্ষ অবস্থায় রেল ব্রিজের পাশে ফেলে রেখে চলে যায়। তার চোখে ও মাথায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
রবিবার ভোরে প্রতিবেশীর মাধ্যমে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে দশটার দিকে মারা যায় সাত্তার।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে আছে। তদন্ত শেষে বিস্তারিত জানাবেন।