[ম্যাক নিউজ রিপোর্ট:- রকিবুল ইসলাম ম্যাক]
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যৌথবাহিনীর উদ্যোগে টাস্কফোর্স অভিযানে ১৮ কেজি গাঁজাসহ ০১ জন আটক এবং মাদক সেবনের অপরাধে ০২ জনকে মোবাইল কোর্টে কারাদন্ড প্রদান।
কুমিল্লার ডিএনসিসি উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এরঁ সার্বিক তত্বাবধানে, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স.ম আজহারুল ইসলাম এঁর নেতৃত্বে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৮ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ১৪,০০০ হাজার টাকাসহ ব্রাহ্মণপাড়া গ্রামস্থ রাজ্জাক সরদার বাড়ির আব্দুর রাজ্জাক এর ছেলে মোকলেস মিয়া(৫২) কে আটক করা হয়। এছাড়াও একই এলাকার আব্দুর রহমান এর ছেলে হারুন অর রশিদ(৬২) এবং ধন্যদৌল এলাকার মনু মিয়ার ছেলে মজিবুর রহমান সুজন(৩৪) কে মদ্য পানের অপরাধে যথাক্রমে ০১ মাস ও ১৫ দিন করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক অভিযানে অংশ নেয়া একজন সদস্য আমাদের জানান গোপন সংবাদের ভিত্তিতে ১৬/১১/২০২৪ তারিখ ভোর ০৫:০০ ঘটিকায়
ডিএনসি- কুমিল্লার পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদমান হোসেন এর নেতৃত্বে ২১ জন সেনা সদস্যের একটি টিম এবং সশস্ত্র আনসার সদস্যগণ উক্ত অভিযানে অংশগ্রহণ করেন এবং তাদের আটক করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত আসামি মোখলেছ মিয়া(৫২)এর বিরুদ্ধে পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।