[ম্যাক নিউজ রিপোর্ট:- কুমিল্লা প্রতিনিধি]

সোমবার (৩০ ডিসেম্বর) সাপ্তাহিক গোমেতি সংবাদের যুগপূর্তি উপলক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সমন্বয়ক রায়হান একটি রাজনৈতিক দলকে উদ্দেশ বলেন, যারা ১৭ বছর দেশে লুটপাট করেছে, ৫ আগস্টের পর তাদের মতো করে আপনারাও শুরু করেছেন। ৫ আগস্টের আগে আপনারা আমাদের সামনে ঠেলে দিয়েছেন আর এখন বলছেন, আমাদের ঘরে চলে যেতে। এটা দুঃসাহস! মনে রাখবেন, ছাত্ররা কখনো টেবিলের নিচে হাত দিয়ে টাকা নিয়ে কাউকে সীমান্ত পার হতে সাহায্য করেনি।

আপনারা করেছেন।

তিনি আরও বলেন, আপনারা এত বড় দল অথচ আওয়ামী লীগের বড় নেতা ওবায়দুল কাদেরসহ অন্য কাউকে ধরতে সাহায্য করেননি। সে কীভাবে পালালো, জনগণ তা মনে রাখবে। একাত্তরের শহীদদের আমরা শ্রদ্ধা করি। তবে ৭১-কে বিজনেস বানিয়ে আওয়ামী লীগ ১৭ বছর দেশে লুটপাট করেছে। ২৪-এ দেশের জনগণ এই বিজনেসকে প্রতিহত করেছে।

সাপ্তাহিক গোমেতি সংবাদের সম্পাদক মোবারক হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের সদস্যসচিব রাশেদুল ইসলাম, সুমাইয়া বিনতে হোসাইনী, মুখপাত্র জাবেদ আহমেদ ভূইয়া, জেলা মুখপাত্র জাহিদুল উজ্জ্বল, মহানগরের যুগ্ম সদস্যসচিব মেহেদী হাসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *