[ম্যাক নিউজ ডেস্ক ]
বুধবার (৮ জানুয়ারি) থেকে প্রবাসী বাংলাদেশিরা ই-পাসপোর্ট ডেলিভারির এসএমএস সুবিধা পাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, এর আগে এ সেবা শুধু দেশের অভ্যন্তরে সীমাবদ্ধ ছিল।
আজাদ মজুমদার বলেন, ‘‘পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক আমাদের সুখবর জানিয়েছেন। এখন থেকে বাংলাদেশি নাগরিকদের ই-পাসপোর্ট তৈরি হওয়ার পর একটি এসএমএস দেওয়া হয়। এটি এতদিন কেবল দেশের মধ্যে চালু ছিল। তবে আগামীকাল থেকে প্রবাসীদের ক্ষেত্রেও এই সুবিধা চালু হবে। পাসপোর্ট প্রস্তুত হলে আবেদনকারীর নম্বরে এসএমএস চলে যাবে, যা প্রবাসীদের হয়রানি কমাবে বলে আমরা আশাবাদী।’’মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রসঙ্গে তিনি বলেন, ‘‘দাফতরিক জটিলতায় ১ লাখ ৯৭ হাজার এমআরপি প্রবাসীদের জন্য পেন্ডিং ছিল। তবে গত তিন সপ্তাহে ১ লাখ ৮২ হাজার ৭৪৫টি পাসপোর্ট বিভিন্ন দূতাবাসে পাঠানো হয়েছে এবং সেগুলোর বিতরণ শিগগিরই শুরু হবে।’’
এছাড়া, তিনি পাসপোর্ট আবেদনকারীদের হয়রানি কমাতে নেওয়া নানা উদ্যোগের কথা জানান। ‘‘দালালমুক্ত পাসপোর্ট সেবা নিশ্চিত করতে আউটসোর্সিংয়ের মাধ্যমে কিছু প্রোপার এজেন্ট নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তারা আবেদনকারীদের সঠিকভাবে সহযোগিতা করবে, যা দালাল চক্রের কার্যক্রম অনেকটাই বন্ধ করবে,’’ যোগ করেন তিনি।
তিনি আরও জানান, বিভিন্ন পাসপোর্ট অফিসে আবেদনকারীদের সেবা সহজ করার উদ্যোগ অব্যাহত রয়েছে।