[রিপোর্টে:- রকিবুল ইসলাম ম্যাক কুমিল্লা]

অভিনব কায়দায় পাচারকালে দেড় মন গাঁজাসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় গাঁজা বহনকারী একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। ১৫ জানুয়ারি বুধবার রাতে কুমিল্লা নগরীর ডুলিপাড়া এলাকায় গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক আরেফুল ইসলামের নেতৃত্বে এই এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি বৃহস্পতিবার সকালে নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ করিম খান।

 
গ্রেফতারকৃতরা হলো  চাঁদপুর জেলার কঁচুয়া উপজেলার নোয়াদ্দা গ্রামের বাসিন্দা  কৃষ্ণা সরকার (৩২) ও কুমিল্লা আদর্শ সদর উপজেলার অরণ্যপুর গ্রামের মোঃ মামুন মিয়া (২৮)। 
ওসি সাজ্জাদ করিম খান জানান,, গোপন সংবাদে গোয়েন্দা পুলিশের একটি দল ডুলিপাড়া ভাঙ্গা বিল্ডিং এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তবর্তী এলাকা বিবিরবাজার থেকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কমুখী একটি কাভার্ড ভ্যানকে করে পুলিশ। এ সময় ট্রাকটি থামিয়ে তল্লাশী করা হয়৷ তবে কাবার ভ্যানের মূল কম্পার্টমেন্টে কিছুই পাওয়া যায় নি৷ কিন্তু কাভার্ডভ্যানের মূল কম্পার্টমেন্টের সাথে পাটাতনের মাপে মিল না হওয়ায় পুলিশের আরও সন্দেহ জাগে। পরে পাঠাতনের নিচে লোহার তৈরি আলাদা কম্পার্টমেন্ট কেটে বের করা হয় দেড় মন গাঁজা।
উপ পরিদর্শক আরেফুল ইসলাম জানান, মাদক কারবারি কৃষ্ণা নিজেই কাভার ব্যান্ডটি চালনা করছিল। তার বিরুদ্ধে আগেরও মাদকের মামলা রয়েছে। গত তিন মাস আগে তাকে একবার গ্রেফতার করা হয় সে আবার জামিনে এসে মাদকের কারবার শুরু করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উদ্ধার করা মাদক ও কাভার্ডভ্যান জব্দ করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *