[স্টাফ রিপোর্টার, কুমিল্লা ]

কুমিল্লা জেলার ভারতীয় সীমান্তবর্তী রসুলপুর রেলস্টেশন থেকে বিজিবি অভিযান চালিয়ে ৮৭ লাখ ১৫ হাজার টাকার আতশবাজি ও কিশমিশ আটক করেছে। কুমিল্লার ব্যাটালিয়ন-১০ বিজিবি অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেছেন।

১২ ফেব্রুয়ারি বুধবার কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন রসুলপুর রেলস্টেশনে চোরাচালানবিরোধী টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টাস্কফোর্স সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ৪ লাখ ২ হাজার ৫৭৫ পিস ভারতীয় অবৈধ বাজি এবং ৫৯ কেজি কিশমিশ আটক করেন। এসব পণ্যের বাজার মূল্য ৮৭ লাখ ১৫ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে থাকে।

এরই ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারি ২০২৫ কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন রসুলপুর রেলওয়ে ষ্টেশনে একটি চোরাচালান বিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে সহকারী কমিশনার, রতন কুমার দত্ত এর উপস্থিতিতে বিজিবি এবং পুলিশ এর সমন্বয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স দল কর্তৃক মালিক বিহীন অবস্থায় ৪ লাখ ২ হাজার ৫৭৫ পিস বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ বাজি এবং ৫৯ কেজি কিসমিস আটক করা হয়। যার সর্বমোট মূল্য- ৮৭ লাখ ১৫ হাজার টাকা।

জব্দকৃত সকল অবৈধ দ্রব্যসামগ্রী বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *