[স্টাফ রিপোর্ট ]
ওটিতে রেখেছিলো। পরে রোগীর সমস্যা হয়েছে এ কথা বলে লাইফ সাপোর্টে নেওয়ার কথা বলে। আমরা রাজি হই। কিন্তু লাইফ সাপোর্টে নেওয়ার পর প্রায় ৩ দিন হয়ে গেলেও তারা আমাদের রোগীকে দেখতে দেয় নি। পরে নানা অযুহাতে আইসিউতে ঢুকে দেখি যে আমাদের রোগী মৃত। কিন্তু তারপরেও তারা আমাদের কাছ থেকে মৃত রোগীর চিকিৎসা করানোর জন্য পরীক্ষা ফি ও ঔষধ কিনিয়েছে আমাদেরকে দিয়ে। তারা আমাদেরকে ২৫ হাজার টাকার অপারেশনের কথা বলে তারা আমাদের কাছ থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা নেয় ধাপে ধাপে। একজন রোগীর ৩ দিনে লাখ টাকার ঔষধ কিভাবে লাগে। তাদের গাফিলতির কারণে আমাদের রোগী মারা গেছে। আমরা এর বিচার চাই।

এদিকে, রোগী মারা যাওয়ার খবর জানাজানি হলে বিক্ষুদ্ধ স্বজনেরা হাসপাতাল ভাংচুর করে।
ডা. আতাউর রহমান – শুক্রবার সকাল ৮ টায় অপারেশন।
মারা গেছে ৫ টা বাজে, কিন্তু সন্ধ্যা পার হয়ে গেলেও তারা জানায় নি।
মারা যাওয়ার পরেও ঔষধ আনতে বলেছিলো তারা। আমরা রোগী মারা গেছে দাবি করার পর তারা ঔষধ ফেরত দিয়ে গেছে। এটা রাত নয়টার ঘটনা। ডাক্তারের কেউ আমাদের সাথে কথা।বলতেও চায় না