[রিপোর্টে:- রফিকুল ইসলাম ম্যাক]

পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘব ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রধান সড়কগুলোর গুরুত্বপূর্ণ স্থানে আজ মঙ্গলবার  হতে দায়িত্ব পালন করছে। 

এই কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেটসহ লক্ষ্মীপুর, চাঁদপুর ও নোয়াখালী জেলার সড়ক সমূহের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত যানবাহনের চাপ ও সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে ৩৩ পদাতিক ডিভিশনের প্রায় তিন শতাধিক সেনাসদস্য দায়িত্বরত আছে।

পরিবার-পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবার লক্ষ্যে সাধারণ মানুষের এই যাত্রা যাতে সুখকর হয় সে লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সকল বাস মালিক সমিতি ও চালকদের ফিটনেসবিহীন গাড়ী চালনা, অধিক গতিতে গাড়ী চালনা, যত্রতত্র গাড়ী থামিয়ে যাত্রী উঠানো, অযথা লেন পরিবর্তন, ক্লান্তি নিয়ে গাড়ী চালানো হতে বিরত থাকার অনুরোধ করছে। এছাড়াও মহাসড়কের দুইপাশে যাতে ভাসমান দোকান স্থাপনের মাধ্যমে রাস্তা সংকীর্ণ না করা হয় সে বিষয়ে ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট, কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-চাদপুর,কুমিল্লা-লক্ষ্মীপুর সড়কের পাশে অবস্থিত সকল বাজার মালিক সমিতিকে বিশেষ অনুরোধ জানিয়েছেন সেনাবাহিনী। 

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,  ঘরমুখী মানুষের ঈদ যাত্রায় বিঘ্ন ঘটে এমন কোন কারণ প্রতিহত করার লক্ষ্যে সেনাবাহিনী তার মেজিষ্ট্রেসী ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করবে বলে সেনাবাহিনী ।

‘সমরে ও শান্তিতে সর্বত্র দেশের তরে’ এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী অতীতে জনগনের পাশে ছিল,বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকতে বদ্ধ পরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *