[ ডেস্ক রিপোর্ট ]

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করে দিয়েছেন, সংস্কার ও বিচার প্রক্রিয়া ছাড়া কোনো দলকে ক্ষমতায় আনার চেষ্টা করা হলে জনগণ তা মানবে না এবং তার দল এমন প্রচেষ্টাকে প্রতিরোধ করবে। বুধবার (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলোচনায় তিনি এই বক্তব্য দেন।

নাহিদ ইসলাম বলেন, “ভবিষ্যতে যেন আর রক্তঝরাতে না হয়, সেটাই আমাদের কামনা। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই। একাত্তর ও চব্বিশের লক্ষ্য একই—দুইটি পরস্পরবিরোধী নয়। যারা এটাকে বিভাজনের চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য সন্দেহজনক।”

তিনি সতর্ক করে দিয়ে বলেন, “সংস্কার ও জবাবদিহিতা ছাড়া যদি কোনো নির্বাচন দেওয়া হয়, তা আমরা কখনই মেনে নেব না। পুরানো সংবিধান জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, পাশাপাশি ফ্যাসিবাদী শক্তিকে পুনরুজ্জীবিত করার ষড়যন্ত্রও হচ্ছে। ক্ষমতা দখলের জন্য তড়িঘড়ি নির্বাচনের ফন্দি ফিকির চলছে।”

এনসিপি নেতা আরও যোগ করেন, “একাত্তরের স্বাধীনতা সংগ্রাম ও চব্বিশের অভ্যুত্থান পরস্পর সম্পূরক। সংস্কার ও বিচার ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো পথই জনগণের কাছে গ্রহণযোগ্য নয়, এবং আমরা সক্রিয়ভাবে এমন অপচেষ্টাকে বাধা দেব।”

উল্লেখ্য, দলটির অন্যতম নেতা আসিফ মাহমুদও তার বক্তব্যে জানিয়েছিলেন, “চব্বিশের অভ্যুত্থান একাত্তরের স্বাধীনতাকে সুরক্ষিত করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *