[ রিপোর্ট :- ম্যাক রানা কুমিল্লা রেলওয়ে স্টেশন ]
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীরা এবার ট্রেনে স্বস্তিদায়ক ভ্রমণ করছেন। কুমিল্লা রেলওয়ে স্টেশনে দেখা গেছে ব্যতিক্রমধর্মী এক চিত্র—অন্যান্য বছরের তুলনায় এবার নেই দীর্ঘ লাইন, নেই যাত্রীর অতিরিক্ত চাপ কিংবা হতাশাজনক কোনো ভোগান্তি।

স্টেশন ঘুরে দেখা গেছে, নির্ধারিত সময়েই ট্রেন পৌঁছাচ্ছে এবং ছাড়ছে। যাত্রীদের মাঝে ছিল শৃঙ্খলা ও স্বস্তির পরিবেশ। অনেকেই জানান, অগ্রিম টিকিট এবং আধুনিক ব্যবস্থাপনার কারণে ভ্রমণ ছিল আরামদায়ক।
এক যাত্রী বলেন, “অন্যান্য বছর ঈদের পর অনেক কষ্ট করে ট্রেনে উঠতে হতো। এবার সময়মতো ট্রেন পেয়েছি, বসার জায়গাও ছিল। কোনো ভোগান্তি হয়নি।”

রেল কর্তৃপক্ষ জানায়, এবার যাত্রী সেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ট্রেনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন।
কুমিল্লা রেলওয়ে স্টেশনের এসআই সোহেল মোল্লা জানান, “আমরা আগেই প্রস্তুতি নিয়েছিলাম ঈদের পরবর্তী চাপ সামাল দিতে। যাত্রীদের যেন কোনো ভোগান্তি না হয়, তা নিশ্চিত করেছি।”

সর্বোপরি, এবারের ঈদ পরবর্তী ট্রেনযাত্রায় সাধারণ যাত্রীরা খুশি এবং সন্তুষ্ট। এ অভিজ্ঞতা আগামী ঈদ যাত্রার জন্য আশার আলো হয়ে রইলো।