[রিপোর্ট:- আকাশ আল মামুন, কুবি]

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মোটরসাইকেলে চড়ে দেশের ৬৪ জেলা ভ্রমণের প্রত্যয়ে যাত্রা শুরু করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক উদ্যমী শিক্ষার্থী। চোখেমুখে স্বপ্নের দীপ্তি, মনে তার অফুরন্ত আশার আলো। বাংলার চিরন্তন রূপ দেখার আকাঙ্ক্ষা নিয়ে শহর থেকে গ্রাম, পথ থেকে প্রান্তরে ছুটে চলেছেন তিনি আপন গতিতে।

মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহাদাত তানভীর রাফি মঙ্গলবার (১ এপ্রিল) কুমিল্লা সার্কিট হাউস থেকে এই বিশেষ যাত্রার সূচনা করেন। রাফি বর্তমানে ২৪টি জেলা ভ্রমণ সম্পন্ন করেছেন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ট্রাভেলার্স সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাফি ২০২০ সাল থেকেই বাইক রাইডিংয়ের সঙ্গে যুক্ত। ধীরে ধীরে তা তার গভীর প্যাশনে পরিণত হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ১৬ ডিসেম্বর তিনি টেকনাফ থেকে তেতুলিয়া বাইক রাইড সম্পন্ন করে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেন।

নিজের অভিজ্ঞতা সম্পর্কে রাফি বলেন, “আমি ২০২০ সাল থেকে বাইক রাইডিং করি। রাইডারদের কিছু স্বপ্ন থাকে—আমার টিটি (টেকনাফ থেকে তেতুলিয়া) ভ্রমণ তার একটি। এবার ৬৪ জেলার উদ্দেশ্যে বের হয়েছি।”

বাংলাদেশ সম্পর্কে আবেগময় অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “আমার জন্মভূমি বাংলাদেশ—নৈসর্গিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। মনে হয়, যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা এক রূপকথার দেশ। এই সৌন্দর্য কাছ থেকে দেখতে চাওয়ার তাগিদেই আমি রাস্তায় নেমেছি।”

দীর্ঘ ভ্রমণে কী কী প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, “রাতে থাকার বিষয়টি একটু কষ্টকর। তবে আমাদের বাইকারস কমিউনিটি থাকা ও খাওয়ার ব্যবস্থায় সহযোগিতা করছে। আমি রাতে বাইক চালাই না, কারণ ৫ আগস্টের ঘটনার পর থেকে রাতে চলাচল কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।”

এই দীর্ঘ যাত্রায় রাফির সঙ্গে আছেন তার গ্রুপের অ্যাডমিন। ১৩ দিনের মধ্যে—আগামী ১৪ এপ্রিলের মধ্যে—এই অভিযান সম্পন্ন করার লক্ষ্য রয়েছে তাদের।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, “পরবর্তীতে ভারতের লাদাখ ভ্রমণের ইচ্ছা আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *