[ রিপোর্টে :- রকিবুল ইসলাম ম্যাক কুমিল্লা ]
কুমিল্লা অভিনব কায়দায় বেতের তৈরি মোড়া নিচে বেধে নিয়ে ১৬ হাজার পিস ইয়াবা নেয়ার পথে র্যাবের অভিযানে মাদক কারবারিসহ আটক হয়েছে। রবিবার মধ্যরাতে কুমিল্লা দাউদকান্দি এলাকায় থেকে ১৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করে র্যাব। এই সময় তাদের কাছ থেকে নগদ ৫ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

রবিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র্যাব ১১ সিপিসি ২ এর অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান
আটককৃত মো সোহাগ মোল্লা চাঁদপুর জেলার মতলব উওর থানার নয়াকান্দি গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলাম মোল্লার ছেলে।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে খবর আসে দাউদকান্দি এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ মাদক রাখা হয়েছে। সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল দাউদকান্দি উপজেলার ওই বাড়িতে অভিযানে নামে র্যাব। তথ্যানুযায়ী বাড়ির কক্ষগুলো তল্লাশী করে বেতের তৈরি মোড়ার নিচে বেঁধে রাখা ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করে মাদক কারবারি সোহাগ মোল্লাকে গ্রেফতার করে। এই সময় মাদক কেনাবেচার আরো নগদ ৫ লাখ ৯৮ হাজার তিনশত টাকা উদ্ধার করে র্যাব।
কুমিল্লা র্যাব ১১ সিপিসি ২ এর অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান সময় সংবাদকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক কারবারি সোহাগ মোল্লা জানান, সে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক এনে কুমিল্লাসহ বিভিন্ন জেলায় বিক্রি করে। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য দাউদকান্দি থানায় প্রেরণ করা হয়েছে।