[রিপোর্টে :- রকিবুল ইসলাম ম্যাক ]
কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ছয়টি জেলায় আগামীকাল বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন।

তিনি জানান, টানা বৃষ্টিতে সৃষ্টি হওয়া বন্যার কারণে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পানিতে তলিয়ে গেছে। এমন অবস্থায় পরীক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বিশেষ করে ফেনী জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হবে এবং এ বিষয়ে বিজ্ঞপ্তি শিগগিরই বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।