[নিজস্ব প্রতিবেদক]

প্রধান উপদেষ্টার দেওয়া সম্ভাব্য সময়সীমার মধ্যেই দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, “নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

শনিবার (১৯ জুলাই) সকালে কুমিল্লা বার্ডে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজিত একটি আন্তর্জাতিক প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব আরও বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে এবং সরকার নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed