[রিপোর্টে:- রকিবুল ইসলাম ম্যাক কুমিল্লা]
কুমিল্লার বুড়িচংয়ে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মমতা রানী (৫২) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে দশটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত মমতা রানী চাঁদপুর জেলার মতলব উত্তর থানার কালির বাজার গ্রামের বাসিন্দা ছিলেন।
দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে থানার এএসআই আব্দুর রহিম।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মমতা রানী তার ছেলে শাওনের মোটরসাইকেল চড়ে চাঁদপুর থেকে কুমিল্লা আসছিল।
সকাল সাড়ে দশটায় বুড়িচং উপজেলার নিমসার ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের পিছনে বসা ওই নারী ছিটকে সড়কে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলে উইনারের মৃত্যু হয়।
এস আই আব্দুর রহিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল, ট্রাক ও মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর পর ট্রাক চালক পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।