[ নিউজ ডেক্স ]

দুর্নীতির মামলা থেকে অব্যাহতির দেওয়ার নাম করে অর্থ আত্মসাতসহ অনৈতিক সুবিধা গ্রহণ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মাহবুবুল আলম এবং উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন সই করা গত ৪ সেপ্টেম্বরের এক আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

আদেশে বলা হয়েছে, দুদকের মামলা থেকে অব্যাহতি দেওয়ার নাম করে বিভিন্ন সময়ে আর্থিক সুবিধা গ্রহণ ও কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে গত ২৭ আগস্ট অনুষ্ঠিত কমিশন সভায় অভিযোগের গুরুত্ব ও রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায় নিয়ে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮ মোতাবেক তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। তাদের বিরুদ্ধে বিধিমালার ৪৩(১) বিধি অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সাময়িক বরখাস্তকালীন প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। আদেশ জারির তারিখ থেকে তা কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *