[ রিপোর্টে :- রকিবুল ইসলাম ম্যাক কুমিল্লা ]
কুমিল্লার লালমাই উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রিয়াজ উদ্দিন (৩১) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বাগমারা–মগবাড়ি সড়কের পশ্চিম চেঙ্গাহাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজ উদ্দিন চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলার ঘড়িমন্ডল গ্রামের বেলাল হোসেনের ছেলে। তিনি লালমাই থানায় কম্পিউটার অপারেটর পদে কর্মরত ছিলেন। গত ১৫ আগস্ট তিনি লালমাই থানায় যোগদান করেন। এর আগে হবিগঞ্জে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের মার্চ মাসে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থ বাবার খবর শুনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন রিয়াজ। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, ছুটি নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় পশ্চিম চেঙ্গাহাটা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারের সঙ্গে ধাক্কা খান রিয়াজ। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।