[ রিপোর্টে:- তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা]

কুমিল্লা-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ বৃহস্পতিবার জাতীয় নির্বাচনী গণসংযোগ ও মহিলা সমাবেশে অংশ নেন।

দিনের শুরুতে দুপুর ২টায় তিনি চৌয়ারা ইউনিয়নের মোহাম্মদপুরে বিএনপি সদর দক্ষিণ উপজেলা সহসভাপতি হাজী অহিদুর রহমানের জানাজায় অংশ নিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। এরপর ইউনিয়ন আমীর মাওলানা ইকবাল হোসাইনের সভাপতিত্বে এবং ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক হাফেজ শহীদুল্লাহ্‌র সঞ্চালনায় মোহাম্মদপুর গ্রামে গণসংযোগ পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড সেক্রেটারি সোলাইমান মজুমদার, জামায়াত কর্মী মোঃ ইয়াছিন, মোঃ সাইফুল মজুমদার, মোঃ আবুল হাসেম, মোঃ আসমত আলী, মোঃ শাহ আলমসহ স্থানীয় নেতাকর্মীরা।

পরে বিকেল ৪টা ৩০ মিনিটে কুমিল্লা মহানগরীর ৩নং ওয়ার্ডের রেসকোর্স এলাকায় অনুষ্ঠিত মহিলা সমাবেশে যোগ দেন কাজী দ্বীন মোহাম্মদ। সমাবেশে তিনি বলেন, “আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হলে দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সমাজের অর্ধেকেরও বেশি নারী আজ অবহেলিত। আল্লাহর বিধান কায়েম হলে ইভটিজিং থাকবে না, সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। একমাত্র ইসলামই নারীর মর্যাদা সমুন্নত রেখেছে।”

তিনি নারীদের সম্মান ও অধিকার রক্ষায় সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *