[ নিজস্ব প্রতিবেদক ]

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম, টেন্ডার বাণিজ্য ও চাঁদাবাজির
বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)
কুমিল্লা মেডিকেল কলেজ শাখা ও জাতীয়তাবাদী চিকিৎসক কর্মকর্তারা।
রোববার সকাল ১১টায় কুমিল্লা মেডিকেল কলেজ মিলনায়তনে এ প্রতিবাদ
সভা অনুষ্ঠিত হয়।সভায় মহানগর ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আরিফ হায়দার ২০২৪-২৫অর্থবছরের টেন্ডার অনিয়মের বিস্তারিত তুলে ধরেন। তিনি অভিযোগ করেন,
মোট ২৪ কোটি টাকার কেনাকাটার টেন্ডার থেকে প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা
আত্মসাৎ করা হয়েছে।অভিযোগ অনুযায়ী, হাসপাতালের পরিচালক ডা. মো. মাসুদ পারভেজ ও কুমিল্লা জেলা ড্যাবের সভাপতি ডা. মাসুম হাসান সরাসরি এ অনিয়মে জড়িত।এর মধ্যে পরিচালক ডা. মাসুদ পারভেজ প্রায় ২ কোটি টাকা এবং ডা. মাসুম


হাসান প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা আত্মসাৎ করেছেন।তবে ডা. মাসুম হাসান জানান, তাকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার তদন্ত হোক। তাতে স্পষ্ট হবে আমি দায়ী কি না।” অভিযোগ অনুযায়ী তিনি ২ কোটি ৩০ লাখ টাকার মধ্যে ৮০ লাখ টাকা নিজে রেখে বাকিটা “ড্যাব ফান্ড” গঠনের নামে বিভিন্ন স্থানে বিতরণ করেছেন।অভিযোগ বিষয়ে জানতে একাধিকবার ফোন করেও হাসপাতালের পরিচালক ডা. মো. মাসুদ পারভেজের বক্তব্য পাওয়া যায়নি।প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মেডিকেল কলেজ ড্যাবের সভাপতি মিনহাজুর রহমান তারেক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. সফিকুর
রহমান, ডা. রাশেদুজ্জামান, ডা. মাসুম ইমরান, ডা. মাহবুব শিকদার, ডা. মিয়া
মঞ্জুর, ডা. হেলালুর রহমান, ডা. শফিউল আজম, ডা. ফারহানা বেগমসহ
চিকিৎসক নেতৃবৃন্দ।সভা সঞ্চালনা করেন এনেসথেসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাহিদুর
রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *