[রিপোর্টে:- রাকিবুল ইসলাম (ম্যাক)কুমিল্লা। ]
কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুরে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে সীমান্ত রক্ষী বাহিনী।বিজিবি সূত্র জানায়, ১০ বিজিবি নিয়মিত দায়িত্ব পালন ছাড়াও আন্তঃসীমান্তঅপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।

এরই ধারাবাহিকতায় বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদল দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালায়।অভিযান চলাকালে সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় ৭ কিলোমিটার ভেতরে গঙ্গানুর নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করা হয়। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ৪৩৩ পিস বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি এবং ৫৭ পিস থ্রি-পিস। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় ২৮ লাখ ৮৩ হাজার টাকা।বিজিবি’র দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, “দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিজিবি সর্বদা পেশাদারিত্বের সঙ্গে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”উল্লেখ্য, আটককৃত চোরাচালানী পণ্যসমূহ পরবর্তীতে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা করা হবে।