[নিউজ ডেস্ক]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক পেতে আর কোনো আইনি এবং রাজনৈতিক বাধা নেই বলে দাবি করেছে দলটি।
বৃহস্পতিবার (২ অক্টোবর ) এক ফেসবুক পোস্টে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ‘শাপলা প্রতীক যদি এনসিপিকে দেওয়া হয় মামলা করবেন না’ জানানোর পর জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এ দাবি করা হয়।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মাহমুদুর রহমান মান্না তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোনো মামলা করব না। ’

পরে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভেরিফায়েড ফেসবুক পেজে মাহমুদুর রহমান মান্নার ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লেখা হয়, ‘অবশেষে এনসিপির শাপলা প্রতীক পেতে আর কোনো আইনি এবং রাজনৈতিক কোনো বাধাই অবশিষ্ট রইল না।
এনসিপির ফেসবুকে লেখা হয়, ‘নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দিতে প্রথমে যখন আইনি বাধা দেখালো তখন এনসিপির লিগ্যাল উইং হাতে-কলমে ধরে ধরে বুঝিয়েছে যে এনসিপির শাপলা প্রতীক পেতে কোনো আইনি বাধা নেই। তখন নির্বাচন কমিশন হাজির করল রাজনৈতিক বাধা রয়েছে। এনসিপি বলল, কী সেটা?’
‘তারা জবাবে (ইসি) বলল, শাপলা প্রতীক আপনাদের আগে নাগরিক ঐক্য চেয়েছে। তাই শাপলা দিলে তাদেরই দিতে হবে।
কিন্তু আজ যখন নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়ে দিলেন যে এনসিপিকে শাপলা দিলে তাদের দল থেকে কোনো মামলা করা হবে না, তখন নির্বাচন কমিশন যে রাজনৈতিক বাধার কথা বলেছিল সেটিও আর থাকছে না। অর্থাৎ শাপলা পেতে আইনি এবং রাজনৈতিক কোনো প্রতিবন্ধকতাই নেই।’
নির্বাচন কমিশনকে উদ্দেশ করে এনসিপির ফেসবুকে পোস্টে আরো লেখা হয়, ‘আমরা নির্বাচন কমিশনকে স্পষ্ট করে বলতে চাই, আপনারা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আপনাদের নিরপেক্ষতা বজায় রাখুন, স্বেচ্ছাচারিতা পরিহার করুন, দলীয় প্রভাব থেকে বের হয়ে জনগণ ও রাষ্ট্রের প্রতিষ্ঠান হয়ে উঠুন।’