[রিপোর্টে:- কুমিল্লা প্রতিনিধি]
কুমিল্লার লাকসামে সাব্বির (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে পৌরসভার গাজীমুড়া বড় মসজিদের পাশের একটি পরিত্যক্ত আইসক্রিম কারখানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সাব্বির পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজীমুড়া (উত্তর পাড়া) গ্রামের সৈয়দ আহমেদের ছেলে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গাজীমুড়া বড় মসজিদের পাশের একটি পরিত্যক্ত আইসক্রিম কারখানার ভেতর থেকে তীব্র দুর্গন্ধ আসতে থাকে। এতে আশপাশের লোকজন গন্ধের উৎস খুঁজতে কারখানায় প্রবেশ করলে সেখানে সাব্বিরের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তারা লাকসাম থানা পুলিশকে খবর দেন।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসীর ধারণা, বিদ্যুৎস্পর্শে সাব্বিরের মৃত্যু হতে পারে। তবে পরিত্যক্ত ওই আইসক্রিম কারখানায় তিনি কী কারণে গেলেন- বিষয়টি অনেকের কাছে বোধগম্য নয়।
ওসি নাজনীন সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, বিদ্যুৎস্পর্শে ওই যুবকের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় লাকসাম থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
