[ রিপোর্টে :- মুহাম্মদ রকিবুল হাসান (রনি) কুমিল্লা ]

কুমিল্লায় আনুষ্ঠানিক ভাবে দোয়া মিলাদ ও ফিতা কেটে ‘ইউনিটি স্টাকচারাল ইঞ্জিনিয়ার’স লিমিটেড’ (ইউ এস ই এল) এর অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে কুমিল্লা ঝাউতলা নিরাময় হসপিটালের গলি ৩৭০/১ জায়েদা মঞ্জিল এর নিজ তলায় এই অফিসের উদ্বোধন করা হয়।

‘ইউনিটি স্টাকচারাল ইঞ্জিনিয়ার’স লিমিটেড’ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জাহিদুল ইসলাম এর উপস্থিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. ওমর ফারুক, ইঞ্জিনিয়ার মো. শামীম কাউছার, ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. আব্দুল গোফরান, উপদেষ্টা মন্ডলীর সদস্য নূর মোহাম্মদ, আনিছুর রহমান, মো. সোহাগ চৌধুরী, বাহা উদ্দিন বাবুল (চেয়ারম্যান), ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দীন, মো. কামাল হোসেন, আরিয়ান সামির বাইজিদ, ফিরোজ হোসেন, মো. সিয়াম আহমেদ, মো. আলী হাসান জুয়েল, মোর্শেদ আলম, লোকমান হোসেন, মাহবুবুল আলম প্রমূখ।

‘ইউনিটি স্টাকচারাল ইঞ্জিনিয়ার’স লিমিটেড’ এর ডিরেক্টর মো. বিল্লাল হোসেন (সালমান) উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে মালয়েশিয়া থেকে কুমিল্লাবাসীকে শুভেচ্ছা জানান।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন, বাইতুল মামুর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব।

উল্লেখ্য, ‘ইউনিটি স্টাকচারাল ইঞ্জিনিয়ার’স লিমিটেড’ এর কর্মকান্ড নিন্মে তুলে ধরা হল- কনসালটেন্স ডিপার্টমেন্ট পরিচালনা করেন ইন্জিনিয়ার মো. ওমর ফারুক আচ এভিনিউ ডিজাইন এন্ড কন্সট্রাকশন লিমিটেড।

প্রজেক্ট -১ সপ্ন নিকেতন (অশোকতলা)
প্রজেক্ট -২ সপ্ন নির
হাউজিং এস্টেট কুমিল্লা
প্রজেক্ট -৩ ভাই ভাই কটেজ
ঝাউতলা
প্রজেক্ট -৪ সপ্নের দিশারি
হাউজিং এস্টেট কুমিল্লা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *