[ রিপোর্টে :- রকিবুল ইসলাম (ম্যাক) কুমিল্লা ]
কুমিল্লার আলোচিত তুহিন হত্যা মামলার তদন্তের অগ্রগতির অংশ হিসেবে এক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (২ নভেম্বর) ভোর ৪টার দিকে কোতোয়ালী থানার শিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম শফিউল আলম মানিক (৪২), পিতা মৃত হাজী আবুল খায়ের ও মাতা লুৎফা বেগম। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার ৫ নম্বর পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা।

গ্রেফতারের পর আজই মানিককে কুমিল্লার আমলী আদালত-২-এ হাজির করা হলে ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মোলি-এর নিকট তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
আদালতে দেওয়া জবানবন্দিতে আসামি মানিক ভিকটিম তুহিনকে নির্যাতনের বিস্তারিত বর্ণনা দিয়েছেন বলে জানা গেছে। তদন্তের স্বার্থে জবানবন্দিতে উঠে আসা তথ্যসমূহ যাচাই-বাছাই করা হচ্ছে।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
