[ স্টাফ রিপোর্টার ]

কুমিল্লার মেঘনা উপজেলায় বিএনপির কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়ে ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ ও গণজুতা নিক্ষেপ করেছে দলটির একটি অংশ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (২ নভেম্বর) বিকালে মেঘনা উপজেলার মানিকারচর বাজারে এই কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, সম্প্রতি ঘোষিত মেঘনা উপজেলা বিএনপির নতুন কমিটিকে কেন্দ্র করে ত্যাগী ও পদবঞ্চিত নেতাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন দলের হয়ে কাজ করা নেতাদের বাদ দিয়ে “বহিরাগত ও অযোগ্য ব্যক্তিদের” কমিটিতে পদ দেওয়া হয়েছে।

এ ঘটনার জন্য তারা বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে দায়ী করেন।

নবঘোষিত কমিটি ঘিরে এ ক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তীব্র আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন পোস্টে দলীয় নেতা, স্থানীয় আইনজীবী, সাংবাদিকসহ বহু নেটিজন অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে সমালোচনা করেন ও কমিটি পুনর্গঠনের দাবি জানান।

বিক্ষুব্ধ নেতাদের নেতৃত্ব দেন মেঘনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রমিজউদ্দীন লন্ডনী গ্রুপের নেতারা। বিকেলে সংগঠনের ব্যানার নিয়ে ঝাড়ু মিছিল করে তারা উপজেলা বাজার ঘুরে কেন্দ্রস্থলে কুশপুত্তলিকা দাহ করেন এবং স্লোগান দিতে থাকেন।পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন-সাবেক আহ্বায়ক, মেঘনা উপজেলা বিএনপি রমিজউদ্দীন লন্ডনী, প্রফেসর শহীদউল্লাহ, সাবেক ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, আতাউর রহমান, চেয়ারম্যান,অ্যাড. জয়বাল আবেদীন এবং অঙ্গসংগঠনের আরও নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “বিএনপিকে বাঁচাতে হলে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে, দলবাজি নয়।” তারা দাবি করেন, দলীয় মনোনয়ন ও পদায়ন স্বচ্ছ ও সাংগঠনিক নিয়ম মেনে দিতে হবে।
নেতারা কমিটি বাতিল করে পুনর্গঠনের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *