[ রিপোর্টে :- কুমিল্লা প্রতিনিধি ]
কুমিল্লা নগরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার আসামি যুবলীগ নেতা ইকরামুল হক খন্দকার কে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
শনিবার (১ নভেম্বর) রাতে নগরীর কাপ্তানবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া যুবলীগ নেতা ইকরামুল হক খন্দকার কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকার আব্দুল হান্নান খন্দকারের ছেলে। তার বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় একাধিক মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইকরামুল হক খন্দকার কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ. ক. ম. বাহা উদ্দিন বাহারের কন্যা ও কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সুচির পিএস সুজনের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর হিসেবে পরিচিত এবং ইকরামুল হক খন্দকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অস্ত্র ও অর্থ যোগান দিয়ে সহযোগীতা করে।
এছাড়া ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোড, নগরীর দক্ষিণ চর্থা এবং সর্বশেষ সরকার পতনের আগের দিন ৪ আগস্ট পুলিশ লাইন এলাকায় সরাসরি অস্ত্র হাতে ছাত্রদের উপর গুলি চালানোর অভিযোগ রয়েছে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম =গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
