[ রিপোর্টে :- রকিবুল ইসলাম (ম্যাক) কুমিল্লা।]
উৎসবমুখর পরিবেশে নানান আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির পরিচিতি ও সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় নগরীর একটি অভিজাত পার্টি সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লার বিভিন্ন এলাকার মোবাইল ফোন ব্যবসায়ী, মোবাইল ব্র্যান্ডের প্রতিনিধি, অপারেটর প্রতিনিধি এবং স্থানীয় বিশিষ্টজনেরা।
মোবাইল ফোন ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং ব্যবসায়িক উন্নয়নকে এগিয়ে নিতে গঠিত হয়েছে কুমিল্লা মোবাইল ফোন ব্যবসায়ী সমিতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শাহ আলম। তিনি ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার মোঃ সালমান ইকবাল, হালিমা টেলিকমের চেয়ারম্যান আবুল কালাম হাসান (টগর), সাতার খান কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরিফ খান এবং ইস্তান ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি মনজুরুল আলম ভূঁইয়া।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন ভূঁইয়া (মানিক)। সভায় আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ফুল ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় ঘোষিত হয় কুমিল্লা মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটি। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাখাওয়াত হোসেন ভূঁইয়া (মানিক) এবং সাধারণ সম্পাদক হয়েছেন আনোয়ার ফরহাদ সুমন।
অন্যান্য পদে রয়েছেন —
সিনিয়র সহ-সভাপতি মোঃ কামাল হোসেন খান, সহ-সভাপতি শামীম আহমেদ রাসেল ও মোঃ আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন ইমু, কাজী ইমাম হোসেন, মোঃ হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল উদ্দিন শাকিল, অর্থ সম্পাদক মোহাম্মদ তৌহিদ উজ জামান, প্রচার সম্পাদক মোঃ মানিক মিয়া, আইন সম্পাদক মোঃ নাজমুল হাসান রানাসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, এই সমিতি কুমিল্লার মোবাইল ফোন ব্যবসায়ে ঐক্য, দক্ষতা ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।
