[ নিউজ ডেস্ক ]
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে রোববার (৯ নভেম্বর) থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শনিবার (৮ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ ঘোষণা দেন তারা।
এর আগে বিকেলে শাহবাগে অবস্থান নিতে গেলে পুলিশ তাদের ওপর সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে। এসময় কয়েকজন শিক্ষক ও সাংবাদিক আহত হন। পরে শিক্ষকরা শহীদ মিনারে গিয়ে জড়ো হন এবং সেখান থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দেন।

শিক্ষক নেতারা জানান, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। কেউ ঘরে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দেন তারা। পাশাপাশি আসন্ন দিনে আরও কঠোর কর্মসূচির ইঙ্গিত দেন।
এর আগে শনিবার সকাল থেকে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ ব্যানারে চারটি সংগঠনের শিক্ষকরা শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন। সংগঠনটির নেতারা বলেন, সরকারের সঙ্গে একাধিকবার আলোচনায় বসেও কোনো অগ্রগতি হয়নি। তাই এবার রাজপথেই দাবি আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
