[ স্টাফ:- রিপোর্ট ]

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আব্দুল্লাহপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত প্রবাসী আবু বকর (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকা পিজি হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আবু বকর চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর কেন্ডা গ্রামের ফরিদ মিয়ার ছেলে এবং সদর দক্ষিণের আব্দুল্লাহপুর গ্রামের দেলোয়ারের মেয়ের জামাই।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সুমাইয়া আক্তার সুইটির সঙ্গে আবু বকরের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর গত শনিবার তিনি শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। ওইদিন সন্ধ্যায় পার্শ্ববর্তী অলিরবাজার থেকে ফেরার পথে আব্দুল্লাহপুর গ্রামের কিশোর গ্যাং ফজলে রাব্বি ও পারভেজের সঙ্গে শ্যালক শান্তর ধাক্কা লাগাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

একপর্যায়ে কিশোর গ্যাং সদস্যরা শান্তকে মারধর করলে প্রতিবাদ জানাতে এগিয়ে আসেন আবু বকর। তখন ফজলে রাব্বি ও পারভেজ তার বুকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

ঘটনার পর গত ৯ নভেম্বর স্ত্রী সুমাইয়া আক্তার সুইটি কিশোর গ্যাং সদস্য রাব্বি ও পারভেজকে আসামি করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

হঠাৎ এ মৃত্যুতে শ্বশুরবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, “আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *