[ স্টাফ রিপোর্টার ]
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা–৬ আসনের জননেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, “কুমিল্লাবাসীসহ দেশের ১৮ কোটি মানুষ দেশনেত্রীর জন্য দোয়া করছেন। আমরা সবাই আল্লাহর দরবারে প্রার্থনা করি—তিনি যেন দ্রুত দেশনেত্রীকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। এটাই কোটি মানুষের চাওয়া।
তিনি শুক্রবার নগরীর কান্দিরপাড় কেন্দ্রিয় জামে মসজিদ বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ার অনুষ্ঠান শেষে এসব কথা বলেন।

মোঃ ওমর ফারুক, কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাসা সিদ্দিকী রাকিব, জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু,সিনিয়র যুগ্ন আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব

আনোয়ার হোসেন,মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না,সিনিয়র যুগ্ন আহ্বায়ক মহরম, কুমিল্লা মহানগর কৃষকদলের আহবায়ক কাজী শাহিনুর,সদস্য সচিব ইকরাম হোসেন তাজ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, যুবদল নেতা মনছুর নিজামী, মশিউর রহমান সজিব, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম চৌধুরী নোমান, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা,জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমান, সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন রবিন,মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনসহ অন্যরা।
এছাড়া কালিবাজার পথ সভায় উপস্থিত ছিলেন কালিরবাজার দক্ষিণ ইউনিয়নের সভাপতি মোঃ আলী হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, কালিরবাজার উত্তর ইউনিয়নের সভাপতি প্রফেসর ফরহাদ, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ ভূইয়াসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
