[রিপোর্টে:- রকিবুল ইসলাম ম্যাক]

শীতের তীব্রতায় যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই মানবিক সহায়তা নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘EAGLE Bangladesh’।
“TOGETHER. WE. RISE” — এই স্লোগানকে ধারণ করে সংগঠনটি নগরীর বিভিন্ন এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।


সম্প্রতি নগরীর কুচাইতলী হাসপাতাল এলাকা ও আশপাশের পথঘাটে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা স্বস্তি প্রকাশ করেন এবং সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
এ সময় সংগঠনের সদস্য বাপ্পী, কাফী, সাব্বীর, মনসুর, শাওন, জীবন, সাইফুল, রনি, প্রীতম, বাবু, খোকাসহ সংগঠনের আরও অনেকে উপস্থিত থেকে কার্যক্রমে অংশ নেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়,
“মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। শীত মৌসুমে যেন কেউ কষ্ট না পায়, সে উদ্দেশ্যেই এই মানবিক উদ্যোগ।”


সংশ্লিষ্টদের মতে, এ ধরনের স্বেচ্ছাসেবামূলক ও মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে এবং তরুণ প্রজন্মকে সামাজিক দায়িত্ববোধে আরও উদ্বুদ্ধ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *