[ নিউজ ডেস্ক ]
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বাকি পাঁচ মাসেরও কম। জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি দল আনুপাতিক বা পিআর পদ্ধতি চাইলেও রাজনৈতিক ঐকমত্য না হওয়ায় সংবিধান অনুযায়ী প্রচলিত পদ্ধতিতেই ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার জানিয়েছেন, আরপিওতে (গণপ্রতিনিধিত্ব আদেশ) পিআর নেই এবং আরপিও সামনে রেখেই কমিশনকে এগোতে হচ্ছে।

যদিও তার এই বক্তব্যের সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবিসি বাংলাকে বলেন, “প্রধান নির্বাচন কমিশন কর্মকর্তা একটা দলের মতো কথা কেন বলবেন?”
এখন ফেব্রুয়ারিতেই ভোট করতে হলে হাতে থাকা সময়ের মধ্যে পিআর পদ্ধতিতে যাওয়ার বাস্তবতা আর আছে কি না, সেই প্রশ্ন সামনে আসছে। আর, এমন প্রেক্ষাপটে পিআর এর দাবিতে মাঠে নামা দলগুলোকে নেতৃত্ব দেওয়া জামায়াতে ইসলামী কী করবে?
নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি মনে করেন, পিআর পদ্ধতি বাস্তবায়নে রয়েছে আইনগত, প্রশাসনিক ও জনসচেতনতার চ্যালেঞ্জ।