[ রিপোর্টে :- রকিবুল ইসলাম (ম্যাক) কুমিল্লা ]
সাম্প্রতিক সময়ে সারাদেশে হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে যাওয়ায় বাংলাদেশ রেলওয়ে অগ্নি-নিরাপত্তা জোরদারে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে কুমিল্লা, লাকসাম ও ফেনী রেলস্টেশনে কর্মরত সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জিআরপি (GRP) ও আরএনবি (RNB) সদস্যদের নিয়ে অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার ও অগ্নি প্রতিরোধ বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মসূচির দায়িত্বে ছিলেন লাকসাম রেলওয়ে স্টেশনের টি.আই (ট্রাফিক ইন্সপেক্টর) মোহাম্মদ মহিউদ্দিন পাটোয়ারী।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অগ্নিনির্বাপক যন্ত্রের কার্যকর ব্যবহার, রক্ষণাবেক্ষণ এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের কৌশল শেখানো হয়।

প্রশিক্ষণ শেষে কর্মকর্তা-কর্মচারীরা অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রশিক্ষণ প্রদানকারী মোহাম্মদ মহিউদ্দিন পাটোয়ারী বলেন,

“আমার ক্ষুদ্র জ্ঞান থেকে সবাইকে অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহারিক দিক শিখিয়েছি। মহান আল্লাহর কাছে শুকরিয়া, সবাই আন্তরিকভাবে অংশ নিয়েছেন এবং সাহস সঞ্চার করেছেন। ইনশাআল্লাহ, আমরা একসঙ্গে কাজ করে যেকোনো সংকট মোকাবিলা করতে সক্ষম হবো।”
