[ রিপোর্টে :- নিজস্ব প্রতিবেদক ]
বাংলাদেশ রেলওয়ের প্রকল্পভিত্তিক গেইট কিপারদের চাকরি স্থায়ীকরণের দাবিতে রেল সচিব বরাবরে আবেদন জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি। বুধবার (২২ অক্টোবর ২০২৫) দুপুরে সংগঠনটির পক্ষ থেকে এ আবেদনপত্র রেল ভবনে জমা দেওয়া হয়। একই সঙ্গে এর একটি অনুলিপি রেলওয়ের মহাপরিচালক বরাবরেও পাঠানো হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির স্বাক্ষরিত আবেদনপত্রে বলা হয়েছে, রেলওয়ের প্রকল্পভিত্তিক বা চুক্তিভিত্তিক গেইট কিপাররা দীর্ঘদিন ধরে ট্রেন চলাচলের নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রকল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের চাকরি অনিশ্চয়তার মুখে পড়ে, যা মানবিক ও প্রশাসনিকভাবে অযৌক্তিক।
আবেদনে আরও উল্লেখ করা হয়, সরকার চাইলে প্রশাসনিক সিদ্ধান্ত বা বিশেষ পরিপত্র (গভঃমেন্ট সার্কুলার) জারি করে এসব কর্মীদের স্থায়ী কাঠামোয় অন্তর্ভুক্ত করতে পারে। সরকারি চাকরি আইন ২০১৮ এবং রেলওয়ে সার্ভিস রুলস অনুযায়ী এটি সম্পূর্ণ বৈধ ও বাস্তবসম্মত উদ্যোগ।
এছাড়া আবেদনপত্রে বলা হয়, দীর্ঘদিন দায়িত্ব পালনকারী গেইট কিপাররা রেলওয়ের অভিজ্ঞ ও দক্ষ মানবসম্পদ। তাদের চাকরি স্থায়ী করা হলে রেল চলাচলের নিরাপত্তা, প্রশাসনিক স্থিতিশীলতা ও কর্মদক্ষতা আরও বৃদ্ধি পাবে।
বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি প্রস্তাব করেছে—“বাংলাদেশ রেলওয়ে প্রকল্পভিত্তিক গেইট কিপার স্থায়ীকরণ নীতিমালা-২০২৫” নামে একটি বিশেষ নীতিমালা প্রণয়ন করে অভিজ্ঞ গেইট কিপারদের রাজস্ব কাঠামোয় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নিতে।
পোষ্য সোসাইটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির বলেন,
“সরকার চাইলে একটি প্রশাসনিক পরিপত্র জারি করেই রেলওয়ের প্রকল্পের গেইট কিপারদের চাকরি স্থায়ী করতে পারে। এটি শুধু মানবিক সিদ্ধান্ত নয়, বরং নিরাপদ রেল যোগাযোগের স্বার্থেও জরুরি।”
সংগঠনটি আশা প্রকাশ করেছে, সরকারের ইতিবাচক পদক্ষেপে গেইট কিপারদের দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটবে এবং রেলওয়ের কার্যক্রম আরও গতিশীল হবে।
