[ রিপোর্টে :- কুমিল্লা প্রতিনিধি ]
আজ রোববার ভোর ৬টায় কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে কুমিল্লা মহানগরীতে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২৯ জন নেতাকর্মীকে আটক করা হয়। একই দিন জেলার অন্যান্য এলাকা থেকে আরো ১৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খানের নির্দেশনায় আইন শৃংখলা ও জন জীবন স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মইনুল হোসেন।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লায় অরাজকতা,আইন শৃংঙ্খলা বিঘ্নের উদ্দশ্যে সাবেক এমপি বাহারের মেয়ে সাবেক মেয়র সূচনার টাকায় শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় ব্যানার, লাঠি, গ্যাসলাইটসহ টমছট ব্রীজ ও বাদুরতলা এলাকায় অভিযান চালিয়ে মোট ২৯ জন আটক করতে সক্ষম হই।
এছাড়া কুমিল্লা জেলা বিভিন্ন জায়গায় থেকে আরো ১৫ জনকে আটক করা হয়েছে। সবার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি কোতয়ালী।
