[ ম্যাক রানা ]
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলা পুলিশ কোতয়ালী মডেল থানার আওতাধীন নগরীর ১৮টি ওয়ার্ড ও আদর্শ সদর উপজেলা ৬টি ইউনিয়ন মিলে ২৪টি বিটে নির্মানাধীন ভবনের চাঁদাবাজি বন্ধে ব্যাবস্থা গ্রহন শুরু করেছে। শনিবার সকালে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল নগরীর ২ নং ওয়ার্ডে তোহা হাউজিং এলাকায় এ প্রচারণা শুরু করে, এ-সময় কাউন্সিলর মাসুদুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ নির্মানাধীন বেশ কয়েকটি ভবনে চাঁদাবাজি রোধে নির্দেশিকা মুলক ফেস্টুন টানিয়ে দেন। ফেস্টুনে ডিবি পুলিশের একটি হট টেলিফোন নাম্বার, বিট টেলিফোন নাম্বার এবং থানার ওসি ও অতিরিক্ত পুলিশ সুপারে নাম্বার সংযুক্ত করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল আহসান জানান, ভবন নির্মানে স্থানীয় চাঁদাবাজরা মালিককে নির্মান সামগ্রী সরবরাহ করার বাধ্য করে। এতে মালিকেরা ক্ষতিগ্রস্ত হন। তাদেরকে কাজ না দিলে নানা ধরনের হুমকি দেয়া হয় এবং হেনস্ত করা হয়।