[ম্যাক নিউজ ডেস্ক]
কুমিল্লার জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান এর সার্বিক দিক নির্দেশনায়,বালুখেকো ও মাটি খেকোদের হাত থেকে গোমতীকে রক্ষায় জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রেখেছে কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট গন।তারই ধারাবাহিকতায় গতকাল কুমিল্লা টিক্কারচর ব্রীজ থেকে গোলাবাড়ি এলাকায় গোমতী নদীতে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার ও প্রায় ২ হাজার মিটার পাইপ জব্দ করেছে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্তে নেতৃত্বাধীন দল। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা আদর্শ সদর উপজেলাধীন গোমতী নদীর টিক্কারচর এলাকায় কুমিল্লা সিটি কর্পোরেশন কুমিল্লা ফায়ার সার্ভিস ও জেলা পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার সময় তিনটি ড্রেজার কে জব্দ করে এবং মাটি পরিবহনের কাজে ব্যবহৃত দুই হাজার মিটার পাইপ জব্দ করা হয়। গোমতী নদীর নাব্যতা রক্ষায় জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
উল্লেখ্য কুমিল্লা কুমিল্লা গোমতী নদীতে আদর্শ সদর উপজেলাধীন এলাকায় ছয়টি ঘাট ইজারা দেয় জেলা প্রশাসন।এরমধ্যে মাহবুব এন্টারপ্রাইজ পাঁচটি ও রিফাত কনস্ট্রাকশন একটি ঘাটের ইজারা পায়। ছয়টি ঘাটের ইজারা নিয়ে বালু উত্তোলনের কথা থাকলেও তারা বালু নয় মাটিকাটার দিকেই নজর।আর তাই দিনে রাতে মিলিয়ে শত শত একর ফসলি জমির মাটি কেটে নিচ্ছে ভূমি খেকোরা।আর তাই, গোমতী নদীর নাব্যতা রক্ষা ও গোমতীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থান গ্রহণ করেছে কুমিল্লা জেলা প্রশাসন। পাঁচ দিন ধরে চলা এই অভিযান কে স্বাগত জানিয়েছে কুমিল্লা গোমতী তীরের কৃষক ও সাধারণ জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *