[ম্যাক নিউজ ডেক্স]

আগামী ১১ এপ্রিল থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত আন্তঃনগর ট্রেনের সকল টিকেট বিক্রি বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। একই সঙ্গে ট্রেনের টিকিটের বিষয়ে আরও দুটি নতুন নিয়ম করা হয়েছে।

বুধবার রেলওয়ের উপ-পরিচালক (টিসি) মো. নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক চিঠিতে নতুন এ নিয়ম জারি করা হয়।

চিঠিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে বাংলাদেশ রেলওয়ের টিকেট ইস্যু করার ক্ষেত্রে সাময়িকভাবে নতুন নিয়ম প্রবর্তন করা হয়েছে।

সংশোধনীগুলো হলো: আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসনসংখ্যার ৫০ শতাংশ টিকিট একই সঙ্গে অনলাইন, মোবাইল অ্যাপ ও কাউন্টারে যুগপৎভাবে সকাল ৮টা থেকে অগ্রিম ব্যবস্থাপনায় ইস্যু করা।

আগামী ১১ এপ্রিলের পর আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা। আন্তঃনগর ট্রেনে ক্যাটারিং সেবা প্রদান ও ট্রেনে রাত্রিকালীন বেডিং সরবরাহের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করা। সংশোধনীগুলো আগামী পহেলা এপ্রিল থেকে কার্যকর হবে বলে চিঠিতে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *