অনলাইন নিউজ ডেস্ক।।

করোনার নতুন একটি স্ট্রেন বা ধরন নিয়ে ইউরোপ জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। নতুন ধরনের করোনা শনাক্ত নিয়ে প্রথম ঘোষণা আসে যুক্তরাজ্য থেকে। এখন ইতালি ও অস্ট্রেলিয়ায়ও করোনার এ ধরনটি শনাক্ত হলো।

রয়টার্স জানায়, যুক্তরাজ্যে দ্রুত সংক্রমিত হওয়া করোনার নতুন ধরন সোমবার অস্ট্রেলিয়ায় শনাক্ত হয়।

আক্রান্ত দুজন দেশটির নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের বাসিন্দা, তারা যুক্তরাজ্য ভ্রমণ করেছিলেন।

আক্রান্ত দুই ব্যক্তিকে হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে সম্প্রতি সিডনিতে ছড়িয়ে পড়া সংক্রমণের সঙ্গে তাদের যোগসূত্র নেই বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে রবিবার  ইতালিতেও দুজনের শরীরে মিলেছে করোনাভাইরাসের নতুন ধরন।

এদিন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কয় দিন আগে এক আক্রান্ত ও তার সঙ্গী যুক্তরাজ্য থেকে ইতালি ফেরেন। প্রথমে রোমের ফিউমিসিনো বিমানবন্দরে নামেন তারা। দুজনকে আইসোলেশনে রাখা হয়েছে।

করোনার নতুন এই ধরন প্রথমে ধরা পড়ে যুক্তরাজ্যে। যার কারণে ইউরোপের অনেক দেশ যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিল করেছে।তাদের সঙ্গে যোগ দিয়েছে ভারত ও হংকংও।  

নতুন ধরনটি আগের তুলনায় দ্রুত ছড়ায় বলে জানা গেছে। বিজ্ঞানীরা বলছেন, করোনার মিউটেশন ঘটে। মিউটেশনের ফলেই এই ভাইরাসের নতুন নতুন ধরন তৈরি হয়ে যায়।

এদিকে করোনা প্রতিরোধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়ায় টিকা প্রয়োগ শুরু হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, করোনা এই ধরনের ওপর টিকা কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *