[ম্যাক অনলাইন ডেস্ক]

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, ‘চলমান লকডাউন আজ শেষ হচ্ছে না। চলবে আগামী মঙ্গলবার (১৩ এপ্রিল) পর্যন্ত। আর ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন।’

রবিবার (১১ এপ্রিল) অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

১২ ও ১৩ এপ্রিল তাহলে কী হবে– জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা থাকবে ১২ ও ১৩ এপ্রিল পর্যন্ত।’

গত ৫ এপ্রিল সারাদেশে এক সপ্তাহের বিধিনিষেধ (লকডাউন) জারি করে সরকার। তবে পরে জনগণের অসুবিধা বিবেচনা করে বিভাগীয় শহরে গণপরিবহন চলাচলের অনুমতি দেয়া হয়। একপর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে ৯টা থেকে৫টা পর্যন্ত শপিংমল খোলারও অনুমতি মেলে। তবে দূরপাল্লার যানবাহন যথারীতি বন্ধ রয়েছে।

এদিকে আগামী ১৪ এপ্রিল থেকে দেশব্যাপী কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু মাঝ খানে ১২ ও ১৩ এপ্রিল কী হবে, তা নিয়ে জনমনে প্রশ্ন ছিল। এমতাবস্থায় আজ ওবায়দুল কাদের এ ঘোষণা দিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *