[ম্যাক নিউজ ডেস্ক]

ভারতের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপ করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। মোদি সরকারকে কোভিড-১৯ টিকার কাঁচামাল সরবরাহের আশ্বাস দেওয়ার পরের দিনই এ ফোনালাপ করেন বাইডেন।

সোমবার (২৬ এপ্রিল) রাতে দু’দেশের শীর্ষনেতার মধ্যে এ ফোনালাপ হয়েছে। আলোচনায় আমেরিকার কোভিড পরিস্থিতির বিষয়টিও ওঠে এসেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

এর আগে ভারতের করোনা পরিস্থিতি নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জার্মানি, ফ্রান্সসহ বিশ্বের একাধিক দেশ।

অক্সিজেন নিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর থেকে অক্সিজেন ভর্তি ৪টি কন্টেনার নিয়ে সোমবার বিকেলে পশ্চিমবঙ্গের পানাগড় বিমান ঘাঁটিতে পৌঁছেছে ভারতের বিমান বাহিনীর একটি বিমান।

এদিকে বাইডেনের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন মোদি। টুইটারে তিনি লিখেছেন, ‘আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। দুদেশের কোভিড পরিস্থিতি নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। ভারতের দিকে আমেরিকা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানাচ্ছি’।

ভারতে সোমবার নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন। প্রাণ হারিয়েছেন ২ হাজার ৮১২ জন। সামগ্রিক হিসেবে আক্রান্ত এক কোটি ৭৩ লাখ ছাড়ালেও মৃত্যুর সংখ্যা ১ লাখ ৯৫ হাজারের কিছু বেশি। অর্থাৎ মৃত্যুর হার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *