[ম্যাক নিউজঃ- রিপোর্ট – সাফায়াত কুমিল্লা]
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীতে আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন রক্তকমল ফাউন্ডেশন এর উদ্যোগে সকল স্বাস্থ্যবিধি মেনে সঠিক উপায়ে মহামারি করোনা পরিস্থিতিতে কর্মহীন, হতদরিদ্র প্রায় দুইশত পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার জনাব শুভাশিষ ঘোষ,
বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ৫নং পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান হাসমত উল্লাহ হাসু,সুয়াগঞ্জ টি,এ হাই স্কুল এন্ড কলেজ এর সহকারী প্রধান শিক্ষিক এ.কে.এম আব্দুল মমিন, বিশিষ্ট সমাজ সেবক মন্জুর হোসেন,
ইউপি সচিব মাসিকুর রহমান, রক্তকমল ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা সানা উল্লাহ, সভাপতি, মাইন উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সবুজ, উপদেষ্টা মোহাম্মদ সোলাইমান, আল মামুন, আবু সাইদ, হোসাইন আহাম্মেদ, ওমর ফারুক, সিনিয়র সদস্য মাহমুদুল হাসান, এইচ.এম আরিফ বিল্লাহ, জাহিদুল ইসলাম, তোফায়েল হোসেন অনিক, কাজী সোহেল,শাখাওয়াত হোসেন সোহেল, জুয়েল রানা,আবু হানিফ,অলি উল্লাহ কার্যনির্বাহি কমিটির সদস্য তৌহিদুল ইসলাম নোমান, সাহরিয়া মজুমদার সাব্বির, মাজহারুল ইসলাম, সাব্বির হোসেন, কমল ,ভূবন, নাহিদ হাসান মজুমদার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে আগত প্রতিনিধি বৃন্দ।
রক্তকমল ফাউন্ডেশন ২০১৭ সাল থেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত হয়ে সামাজিক ও মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।