[ম্যাক নিউজ রিপোর্টঃ-আলিফ মাহমুদ কায়সার]

কুমিল্লা চান্দিনার একই এলাকার সড়ক দুর্ঘটনায় সুজন ও ফয়সাল নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
রবিবার (১৭ মে) সকাল ৮ টায় ঢাকা-চট্টগ্রাম সহাসড়কের সিদ্দিরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন (৩০) কুমিল্লার চান্দিনার জোয়াগ কান্দি নোয়াগাও এর নজরুল ইসলাম অপরজন ফয়সল (২৭) ওই একই গ্রামের সেরাজুল ইসলাম আখন্দের ছেলে।

পারিবারিক সূত্রে জানান ঈদ শেষে নিজ বাড়ী থেকে ঢাকা যাওয়ার পথে সিদ্দিরগঞ্জ এলাকায় বেপরোয়া গতি সম্পন্ন একটি পিকআপ মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে ওই মোটরসাইকেল আরোহীর দুইজনের।

হাইওয়ে পুলিশ দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল আরোহী দুইজনের মরদেহ উদ্ধার করে সিদ্দিরগঞ্জ থানায় নিয়ে আসে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *